মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্ব শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এনডিসি গোলাম রাব্বানীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//