Print Date & Time : 24 August 2025 Sunday 4:22 pm

মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালী

হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই, বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন এই শ্লোগানে মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর পৌরসভার আয়োজনে রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের নেতৃত্বে র‌্যালীটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল ইসলাম রাজিব, আল মামুন, মীর জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আব্দুর রহিমসহ মেহেরপুর পৌরসভার কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর পৌরসভা কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২২//