মাহাবুল ইসলাম, গাংনী : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ তাজউদ্দিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসেন, যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন, মেহেরপুর জেলা নায়েবে আমির মাওঃ মাহবুবুল আলম, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম ও মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার।
কর্মী সম্মেলনে জেলার হাজার হাজার জামায়াত কর্মীরা অংশ নেন।