মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী হয়েছে। এ উপলক্ষে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতি দলের দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানউল কবির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেঞ্জির। আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সকল দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এবং তার মধ্য দিয়েই আমরা একটি স্বপ্নের বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২৩//

Discussion about this post