Print Date & Time : 12 May 2025 Monday 5:12 pm

মেহেরপুরে জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার লেখক ও পাঠকদের নিয়ে জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সাহিত্য মেলায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপপরিচালক ড. শরিফুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। 

সাহিত্য মেলায় জেলার বিভিন্ন পর্যায়ের লেখক ও পাঠকগন উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//