মামুন নূর উদ্দিন, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ আগস্ট), বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজিম উদ্দিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর থানা বিএনপি’র সভাপতি মারুফ আহম্মেদ বিজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ রাজিব খাঁন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজীব, সদস্য নূরুজ্জামান বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক, মুজিবনগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ প্রমুখ।
এসময় মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post