Print Date & Time : 11 September 2025 Thursday 7:09 am

মেহেরপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি: জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে মেহেরপুর পৌরসভার গড়পাড়া এলাকার মৃত করিমের ছেলে টুটুল ও মাসুদের বিরুদ্ধে।

এ নিয়ে ভুক্তভোগী রাসেল আহমেদ পৌরসভা ও আদালতে পৃথক অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মেহেরপুর মৌজার আর এস খতিয়ানভুক্ত ১৯৫৬ দাগের ০.০৭২৫ একর জমি ২০০৯ সালে ক্রয় করেন রাসেলের বাবা রাজু কামাল।
অভিযোগ, ওই জমির একাংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন টুটুল ও মাসুদ।

ভুক্তভোগী রাসেল আহমেদ বলেন, ভবন নির্মাণের আগে মাপযোগ করে সীমানা ঠিক রাখতে বারবার বললেও টুটুল ও মাসুদ তা মানেননি। পৌরসভার সার্ভেয়ার এসে আমাকে কোনো তথ্য না দিয়েই আমার জায়গা দখল করে তাদের বুঝিয়ে দেন। আমি এর ন্যায্য বিচার চাই।

তবে টুটুল অভিযোগ অস্বীকার করে জানান, আমরা কারো জমি দখল করিনি, বরং নিজেদের জায়গার ভেতরে ভবন নির্মাণ করছি। পৌরসভার লোকজন এসে মাপযোগ করে আমাদের জায়গা বুঝিয়ে দিয়েছেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবা উদ্দিন আহমেদ বলেন, আদালতে ১৪৫ ধারা জারি করা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের কেউ ওই জমিতে কোনো ধরনের স্থাপনা তৈরি করতে পারবেন না।