প্রেমিকের ঘরে চলে গেছে শিলা

মেহেরপুরে প্রেমের টানে শিলা খাতুন(২০) নামের এক তরুণী ঘর ছেড়েছে। গত শুক্রবার শিলা বাবার বাড়িতে থেকে পালিয়েছে। ওই তরুনী শিলা খাতুন মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর সেলিম মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে শীলা খাতুনের মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে জাব্বার আলি সাথে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। কিন্তুু জাব্বার কে সে কখনও স্বামী হিসেবে মেনে নিতে পারেনি।
লিটনের পরিবার সূত্রে জানা যায়, শিলা ও লিটন এর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকে অনেক চাপাচাপি করার পরেও দুজন পালিয়ে বিয়ে করেছে। তারা যদি বিয়ে করে সুখে থাকে তাহলে আমাদের কিছু বলার নেই আমরা দুজনকেই মেনে নেব।
শিলা খাতুন জানান, আমি স্থানীয় লিটন হোসেন এর সাথে গত ৪ বছর ধরে প্রেম সম্পর্কে জড়িত ছিলাম। পরিবারের লোকজন আমাকে জোর পূর্বক জাব্বারের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাকে আমি কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক তাই আমরা নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি।
এবি//দৈনিক দেশতথ্য//মে১৫,২০২২//

Discussion about this post