আব্দুল আলিম, মেহেরপুর প্রতিনিধি: আগামি ২৬ ফেব্রুয়ারী সারাদেশে এক কোটি মানুষকে করোনা ভাইরাস টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এ কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভার পক্ষ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ প্রচারণা। খোলা ট্রাকের উপরে শিল্পীরা গান গেয়ে বিভিন্ন এলাকায় টিকা গ্রহণের জন্য সচেনতনা সৃষ্টি করছে।
আজ বুধবার দুপুরের গাংনী হাসপাতালে বাজারে এ প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। করোনার ভয়াবহতা, মৃত্যু আর আক্রান্ত মানুসের ক্ষতি তুলে ধরে গাণের মাধ্যমে প্রচারণা করা হচ্ছে।
এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২

Discussion about this post