মেহেরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ মেহেরপুরে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর জেলায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলায় ভর্তুকি মূল্যে ৬৬ হাজার ৭৬৩ জন টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।
দৈনিক দেশতথ্য//এল//