আন্ত জেলা স্কুল প্রতিযোগিতায় কাবাডি খেলে বাড়ি ফেরার পথে সড়ক দূঘটনায় আহত হয়েছে রজনি খাতুন নামে এস এস সি পরিক্ষার্থী। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
রজনি খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী
রজনি খাতুনের সহপাঠিরা জানান, আজ সোমবার সকালে মেহেরপুর শহরে সরকারি উচ্চবালক বিদ্যালয় পাঠে আন্ত জেলা স্কুল কাবাডি প্রতিযোগিতা ছিলো। খেলা শেষে আলগামোনে করে তারা আমঝুপি ফিরছিলো। এসময় তারা কলেজ মোড়ে পৌছালে পেছন থেকে দ্রুত বেগে আসা একটি ট্রাক( কুস্টিয়া – ট ১১-২০২৬) তাদের ধাক্তা মারে। এসময় আলগামনে থাকা স্কুল ছাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এদের মধ্যে রজনি খাতুনের পা ভেঙ্গে যায়। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক ও রজনি খাতুনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান রোজিনা খাতুনের অবস্থা আশংকা মুক্ত। তবে এক্সের পরে জানা যাবে পা ভেঙ্গেছে কিনা।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//

Discussion about this post