Print Date & Time : 11 May 2025 Sunday 10:21 am

মেহেরপুরে দুই জামাতকর্মী আটক

মেহেরপুরে দুই জামায়াত কর্মীকে হিজুলি গ্রাম থেকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার  দিন গত রাত এগারোটার সময় তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় জিহাদী বই ও দুটি মোটর সাইকেল । আটককৃত জামায়াতকর্মীরা হলেন সদর উপজেলার  হিজুলি গ্রামের মৃত নবীর মালিথার ছেলে ফয়জেল মালিথা (৬০)ও একই গ্রামের মৃত  সবেদ আলীর ছেলে সামেদ আলী (৭০)।

মেহেরপুর সদর থানার এসআই হাবিব জানান, ওই গ্রাম জামাত নেতা জাব্বারুলের বাড়িতে গোপন বৈঠক চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও এ সময় আটক হন ফয়জেল মালিথা ও সামেদ আলী।

আটকৃত দুই জামায়াত কর্মীকে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ দারা খান পিপিএম জানান, দুই জামাতকর্মীদের আটক করে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (১৭ মে) সকালে তাদেরকে মেহেরপুর  আদালতে সোপর্দ করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১৭ মে-২০২২//