Print Date & Time : 10 May 2025 Saturday 12:18 pm

মেহেরপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুরে বোতলজাত সয়াবিন তেলের মূল্য কেটে অধিক দামে বিক্রি করা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় শহরের বড় বাজারে অবস্থিত নবাব স্টোরে ১৫ হাজার টাকা এবং একই আইনের ৩৭ ধারায় গনি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

বা//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৩,২০২২ //