মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় দুই মাসে চুরি হওয়া ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০৭টি মোবাইল ফোন এবং ৬ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন এবং টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আখতার খানম।
এ সময় মেহেরপুর সদর উপজেলার ৬১টি, গাংনী উপজেলার ১৬টি এবং মুজিবনগর উপজেলার ৩০টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পাশাপাশি মেহেরপুর সদর উপজেলা এলাকায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লক্ষ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে পাঠানো ৯০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল প্রমুখ।
পুলিশ সুপার মাকসুদা আখতার খানম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Discussion about this post