মেহেরপুর প্রতিনিধি: ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে মেহেরপুরে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জোরালোভাবে দাবি জানান, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দমনে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এছাড়া, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুহজ, অ্যাডভোকেট মিজানুর রহমান, সাহেব মাহমুদ, বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক আরমা খান, এখন টিভির রিপোর্টার মুজাহিদ আল মুন্না ও তানজিমুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ধর্ষকের প্রতীকী পুত্তলিকা দাহ করেন।

Discussion about this post