Print Date & Time : 5 July 2025 Saturday 8:29 am

মেহেরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে কাজলা নদীতে ডুবে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১ টায় সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া কাজলা নদীতে ডুবে তার মৃত্যু হয়। মাহি খাতুন শেরপুর জেলা শহরের মঞ্জুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান,মাহি খাতুন কিছুদিন পূর্বে তার মায়ের সাথে নানা রেজাউল হকের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে এক বান্ধীর সাথে কাজলা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: দ্বারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//