মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর—২(গাংনী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগরকে বরণ করেছে গাংনী মহিলা ডিগ্রি কলেজ। আজ বুধবার দুপুরে কলেজ চত্ত্বরে তাকে বরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, সাবেক পৌরমেয়র আশরাফুল ইসলাম, কলেজের বাংলা বিভাগের সহ— অধ্যাপক রমজান আলী, মনোয়ার হোসেন, চেয়ারম্যান মশিউর রহমান, গোলাম সাকলায়েন ছেপু এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
প্রধান অতিথী কলেজের শিক্ষার মান বাড়ানো ও সুন্দর পরিবেশ রক্ষার আহবান জানান। সেই সাথে কলেজটির জাতীয় করণসহ নানাবিধ উন্নয়নের আশ্বাস দেন।
এর আগে প্রধান অতিথী কলেজ ফটকে আসলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ জানুয়ারি ২০২৪

Discussion about this post