Print Date & Time : 11 May 2025 Sunday 10:30 am

মেহেরপুরে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন আ.লীগ প্রার্থী

মেহেরপুরে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস।

একই দলের মধ্য থেকে পাঁজ জন সহ মোট আট জন প্রার্থী হওয়ায় মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস প্রার্থীতা প্রত্যাহারের  আবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল আজিজের কাছে মনোনয়নপত্র উত্তোলনের জন্য আবেদন করেন তিনি।

রিটার্নিং অফিসার আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, নবগঠিত শ্যামপুর ইউনিয়নের মনোয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ। আব্দুর রব বিশ্বাস সকাল ১০ টার দিকে তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। বিকাল ৫ টার সময় এটি ঘোষণা করা হবে।

আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের যারা নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের সাথে যারা প্রতিদন্দীতায় নেমেছেন তারা হলেন,সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, নয়ন হাবিব এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী। এছাড়াও বিএনপি সমর্থিত আবুল হাশেম ও কামরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাথিল করেন। 

তার মধ্যে চার জনই আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের হওয়ায় তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এ বিষয়ে  নৌকার মনোনতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, আমার অনেক বয়স হয়েছে। এই বয়সে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনীত করে সম্মানীত করেছেন। অথচ আমাদের দলের মধ্যেকার মানুষরাই আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করছেন। আমি একজন বয়স্ক মানুষ হিসেবে এইসব হিংসাতœক প্রতিদ্বন্দীতা চাইনি । ফলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছি।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।  নবগঠিত এই শ্যামপুর ইউনিয়নে আব্দুর রব বিশ্বাসসহ মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//