Print Date & Time : 4 April 2025 Friday 9:10 pm

মেহেরপুরে নিষিদ্ধ কসমেটিক বিক্রি: চার প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর শহরের বড় বাজারে চারটি কসমেটিক দোকানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, দোকানগুলোতে বিক্রি নিষিদ্ধ ও মানহীন কসমেটিক পণ্য বিক্রিসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধ সংঘটিত হয়েছে। এ কারণে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট চার দোকানিকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান।

সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যারা ভোক্তার অধিকার লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।