মেহেরপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৫জুন) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
পুলিশ সুপার রাফিউ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.খালেক, সহসভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
পরে ড. শহীদ সামসুজ্জোহা পার্ক মঞ্চে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন উপভোগ করেন উপস্থিত জনতা।
আর//দৈনিক দেশতথ্য//২৫ জুন-২০২২//