Print Date & Time : 11 May 2025 Sunday 1:52 am

মেহেরপুরে পুলিশের অভিযানে ৬জন গ্রেফতার

মামুন নূর উদ্দিন, মেহেরপুরঃ মেহেরপুর পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৬ আসামি কে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গাংনী থানা পুলিশ ৩ জন ও সদর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেন।

শুক্রবার সকাল থেকে আজ শনিবার (২৭ আগষ্ট) ভোর-রাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় দুটি থানায় ৫ টি মামলা রুজ্জু হয়েছে। গাংনী থানায় মাদক আইনে দুটি ও সদর থানায় তিনটি মামলা রুজ্জু হয়েছে। এছাড়া ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার (২৭ আগষ্ট) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//