Print Date & Time : 8 July 2025 Tuesday 9:27 am

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলীর ছেলে ইব্রাহিম (১৫) ও অপর বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, দ্রুতগতিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া নামক স্থানে ইব্রাহিম পার্শ্ববর্তী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর শহরের উপকণ্ঠে ইম্প্যাক ফাউন্ডেশন এর কাছে রাস্তার উপর ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই মহিলার লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দ্রুতগামী কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যাই। তবে কিসের সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা কেও নিশ্চিত করতে পারিনি। নিহত ওই মহিলার শরীরের বিভিন্ন অংশ থেতলানোর দাগ রয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।