মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে গাংনীর গাড়াডোব কাছারিপাড়া ও চোখ তোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে গাড়াডোব কাছারিপাড়া এলাকায়। মেহেরপুর থেকে গাংনীর দিকে আসার সময় অতিরিক্ত গতিতে থাকা অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গাংনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আমিরুলের ছেলে শিশির আহমেদ (২৪) এবং একই ওয়ার্ডের আতিয়ারের ছেলে রাজু (২০) গুরুতর আহত হন।
অন্যদিকে, চোখ তোলা এলাকায় তিরাইল থেকে আসা একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাখি ভ্যানে ধাক্কা দিলে দুইজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন তিরাইল গ্রামের মতিয়ারের ছেলে জীবন (৩০) এবং গাংনী উপজেলার কাষ্ঠ দোয়া গ্রামের মৃত নূর বক্স মন্ডলের ছেলে পাখি ভ্যান চালক মিনাজুল (৬৫)।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত শিশির ও রাজুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিদিদাস।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post