Print Date & Time : 23 April 2025 Wednesday 6:56 pm

মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় এক জন আহত

পূর্ব শত্রুতার জেরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় জামাত আলী নামের এক ব্যক্তি আহত। শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে পিরোজপুর তালতলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহত জামাতে আলীকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামাত আলী পিরোজপুর গ্রামের কেসমত আলীর ছেলে।

জানা গেছে, জামাত আলী মাঠে কাজ করার সময় পূর্ব শত্রুতা জের ধরে একই গ্রামের দরুদ আলীর ছেলে আনসার আলীর নেতৃত্বে তার উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বা//দৈনিক দেশতথ্য// ১৩ নভেম্বর