মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার রায়ে গােলাম রসুল নামের এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
এবং ১০ লক্ষ টাকা জরিমানা। অনাদায়ে আরাে ১ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডিত গােলাম রসুল জেলার গাংনী উপজেলার কামারখালী গ্রামের নুরুল হক মন্ডলের ছেলে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে এ রায় প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি গােলাম রসুল গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে মাঠের মরিচ ক্ষেতের মধ্যে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই নারী যখন ২ মাসের অন্তঃসত্তা হয়। তখন বিষয়টি জানাজানি হলে, ধর্ষিতার অভিভাবক গােলাম রসুলের নামে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি ধর্ষণ মামলা করে। ওই মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এবং ডিএনএ পরীক্ষার পর গােলাম রসুল দােষী সাব্যস্ত হওয়ায়
আদালতে বিচারক তৌহিদুল ইসলাম তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরাে ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

Discussion about this post