মেহেরপুরে গাংনীতে ফুটবল খেলতে গিয়ে স্পনীল আলী(১৭) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াই টার সময় তার মৃত্যু হয়।
স্পনীল আলী উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে ও সন্ধানী স্কুল এন্ড কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ ফুটবল বুকে লাগে। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম তার মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ ডিসেম্বর ২০২৩

Discussion about this post