মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা ক্রীড়া অফিস কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাজ্জাদুল আনাম সেখানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের মোট ১৬ টি ক্লাব অংশগ্রহণ করছে।
জা// দৈনিক দেশতথ্য// ২২ অক্টোবর ২০২২//