নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প অনূর্ধ্ব-১৫ সমাপ্ত হয়েছে। গতকাল দুপুর দিকে স্টেডিয়াম মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ফুটবল একাদশ এর সাবেক খেলোয়াড় আব্দুর রহমান, মাসুদ করিম ধলস।সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারি আব্দুল্লাহ আল মামুন। ১০ দিনের এই আবাসিক ক্যাম্পে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৩০ জন ফুটবলার অংশগ্রহণ করেন।
দৈনিক দেশতথ্য//এল//