Print Date & Time : 22 April 2025 Tuesday 12:09 pm

মেহেরপুরে বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন

মেহেরপুর -২ গাংনী আসনে সাংসদ সদস্য মোঃ সাইদুজ্জামান খোকন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনীতিক প্রতিষ্ঠান নয় । 

শিক্ষা প্রতিষ্ঠানগুলো  বিএনপির আওয়ামী লীগ জামাতের  নয় শিক্ষা প্রতিষ্ঠান   আমাদের প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের দোয়ার সকলের জন্য খোলা রাখতে হবে। 

 মঙ্গলবার ( ৩০ শে অক্টোবর) বেলা ১১টার সময় মেহেরপুর গাংনীতে  বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন  কালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো  বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নামে নামকরণ করে ২০০০ সালে এই কলেজটি স্থাপন করা হয়। বিএনপির আমলে তারা ২০০২ সালে নাম পরিবর্তন করে তিরাইল জোরপুকুর কলেজ নামকরণ করেন। 

 তিরাইল জোড়পুকুর  বঙ্গবন্ধু কলেজের আয়োজনে বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক এস এ এম মাসুম উল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, বঙ্গবন্ধু কলেজ গর্ভনিং বডির সভাপতি লাইলা আরজুমান বানু শীলা,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,  রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল,সাবেক ছাত্রনেতা সাইদুজ্জামান শিপুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও আভিভাবকগণ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ অক্টোবর  ২০২৩