Print Date & Time : 16 September 2025 Tuesday 2:06 pm

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার উজলপুরে গ্রামের মাঠে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক সুন্নত ওই গ্রামের বকুল মন্ডলের ছেলে

আজ সোমবার (১ আগষ্ট) সকাল ১০টার দিকে উজলপুর গ্রামের মাঠে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালের দিকে সুন্নত আলী ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যায়। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান করেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত আঘাত হানলে সুন্নত মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৈনিক দেশতথ্য//এল//