Print Date & Time : 10 September 2025 Wednesday 8:10 am

মেহেরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। এর আগে সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নূরানী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ১৭ টি ইভেন্টের এই প্রতিযোগিতায় গাংনী উপজেলার বিভিন্ন বিদ্যালয় ক্রিড়াবিদরা অংশগ্রহণ করেন।
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়। মেহেরপুর জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এল//