মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আবুল বাসার হত্যার প্রধান আসামি রনি ও রতনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক রনি মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলেও রতন মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের অজুত আলীর ছেলে।
গতকাল বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থানার ওসি তদন্ত সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে রনিকে এবং সদর উপজেলার আমদহ গ্রাম থেকে রতনকে আটক করে।
আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২৬ জানুয়ারী দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের আবুল বাশারকে হত্যার ঘটনায় তার ছেলে সালাউদ্দিন বাদি হয়ে ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩০।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post