মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে গোল্ডেন পরিবহনে অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী গোল্ডেন পরিবহনে মাদক পাচার হচ্ছে—এমন তথ্য পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাসটির লকার থেকে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মিজানুর রহমান।

Discussion about this post