Print Date & Time : 2 July 2025 Wednesday 12:56 am

মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেছেন আধিপত্যবাদ ও অপশাসনের বিরুদ্ধে এবার জনতার গণঅভ্যুত্থান। তিনি বলেন, গতকাল আমাকে একজন জিজ্ঞেস করছিল ভাই বিনা ভোটের প্রধানমন্ত্রী বলেছেন আবার নাকি দেশে দুর্ভিক্ষ হবে, আমি স্পষ্ট ভাবে বলেছি ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এবার দুর্ভিক্ষ হলে আমরা এবার আওয়ামী লীগ খাব অন্য কিছু খাব না। তাই দুর্ভিক্ষের ভয় দেখিয়ে জনতার যে সংগ্রাম জনতার যে লড়াই তা আটকে রাখা যাবেনা।

২০২৩ সাল হবে জনতার বিজয়ের সাল। মাসুদ অরুন সোমবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৭,২০২২//