বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা দাবি আদায়, নির্বিচারে গ্রেফতার, মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার (১৯ মে) বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ্যাড জয়নাল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মারুফ হাসান বিজন সহ জেলা ও উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, জনগনের সংগ্রাম শুরু হয়েয়ে। লড়াইয়ের মধ্য দিয়ে আগামী তিন মাসের মধ্যে এই সরকারের পতন ঘটানো হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন এদেশের জনগন এখন আর আওয়ামীলীগের সাথে নেই। উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত ও পুলিশ এখন আর মানেনা। মেহেরপুর সহ সারা দেশ থেকে ঢাকা অভিমুখে পদযাত্রা করে সরকারের পতন ঘটানো হবে। ২০১৮ সালের মত নির্বাচন এ দেশে আর হবে না, জনগনই প্রতিহত করবে। আর তারেক রহমান রাজার বেশে বাংলাদেশে ফিরে আসবেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৯,২০২৩//