মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়বাদী দল গাংনী উপজেলা শাখার উদ্যোগে ‘১লা অক্টোবর ভোট বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১লা অক্টোবর ২০২৪ ইং বিকাল ৪ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবলু।
আলোচনা সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবলু বলেন , এই সরকার আমাদের সরকার নয়। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহোযগীতা করতে হবে। দেশে তারেক জিয়ার নির্দেশনা মেনে সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে ২০০১ সালে ভোট বিপ্লব হয়েছিলো। আমরা চাই সুষ্ট নির্বাচনের মধ্যে নিয়ে আমরা সরকার গঠন করবো। এছাড়া বিগত ১৭ বছর ধরে যারা দেশের সাধারণ জনগণের উপর নির্যাতন করেছেন তাদের বিচারও চান তিনি। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান।
এসময় প্রধান বক্তা বলেন, ২০০১ সালে ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছিলেন। বর্তমান বাংলাদেশে কোটা ভিত্তিক সরকার গঠন হয়েছে।
আলোচনা সভায় মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল সব সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হা/01/1024 dtbangla