মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ জুন) দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে (জুমের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
“ইন্টারনেটে আসক্তির ক্ষতি ” শীর্ষক সেমিনারে মূল প্রতিবাদের উপর আলোচনা করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক নিষ্কৃতি মন্ডল।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন এর সঞ্চালনায় সেমিনারের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেন বিপুল, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমূখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ জুন ২০২৩

Discussion about this post