মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সোনাপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তা দূরীকরণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (২৩ জুন), বিকেল ৪ টার দিকে সোনাপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করে বিদ্যালয় মাঠে মাটি ভরাটসহ সীমানা প্রাচীর নির্মাণের দাবী জানান তিনারা।
এসময় পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামলত মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসিন আলী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, সোনাপুর পূর্বপাড়া মসজিদের ক্যাশিয়ার শাহ জালাল, মানবাধিকার কর্মী শাহাবুদ্দীন, সোনাপুর যুব সংঘের আহ্বায়ক আমির হামজা, মেরিল, বিশারত, মকছেদ আলী, ফজলুল হক, খাইরুল ইসলাম, আবু হানজালা, কায়েম আলী, সিরাজুল ইসলাম, মিকাইল, মন্টু, মোশারফ, ইমাদুল হক, ইয়ারুল ইসলাম ও মোজাহারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা বলেন, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাটু পানি কখনও কোমর পানি জমে যায়। এতে করে সপ্তাহব্যাপী ভোগান্তি পোহাতে হচ্ছে। কোমলমতি শিশুরাও পানিতে ডুবে যাবে বা পড়ে বই, খাতা ও পোশাক আশাক নষ্ট হবে এ আশংকায় অনেকেই বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। কোন কোন অভিভাবকও তাদের সন্তানদের এসব কারণে বিদ্যালয়ে আসতে দিচ্ছেনা। বাধ্য হয়ে শিক্ষকগণ বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করার চেষ্টা অব্যাহত রেখেছেন।
তারা আরও বলেন, বিদ্যালয়ের আশেপাশে বসবাসরত লোকজন নিজ নিজ বাসভবনের আঙ্গিনা ও সীমানার বাইরের দিকে মাটি তুলে উঁচু করায় বিদ্যালয় মাঠের পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। সুতরাং স্বাভাবিক ভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং বিদ্যালয় মাঠে বিনোদনের ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। একই সাথে নিরাপত্তাহীনতায় রয়েছেন কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিলুজ্জামান জানান, ইতিপূর্বে জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি সদস্য, চেয়ারম্যান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হলেও অদ্যবধি তা বাস্তবায়িত হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য কয়েকটি পত্রিকায় ফলাও করে সংবাদও প্রকাশিত হয়েছে কিন্তু কোন সমাধান হয়নি। এখন বর্ষাকাল। প্রতিনিয়ত বৃষ্টি হবে সুতরাং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ও শতভাগ উপস্থিতি রাখতে মাঠে মাটি ভরাট জরুরি হয়ে পড়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৩,২০২৩//

Discussion about this post