মেহেরপুর প্রতিনিধি: “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি ” শ্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলোক কুমার দাস। আলোচনা সভায় তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় সিগারেটের মাধ্যমে নেশার রাজ্যে প্রবেশের বিষয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইনজামামুল হক প্রজেক্টর এর মাধ্যমে সিগারেট ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন দিকগুলো উপস্থাপনা করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও এনজিও কর্মীরা সভায় অংশগ্রহণ করে। এর পূর্বে দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর পর্যন্ত একটি র্যালি হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ মে ২০২৪