Print Date & Time : 21 August 2025 Thursday 5:20 pm

মেহেরপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি: শেখ হাসিনার বারতা নারী—পুরুষ সমতা এই প্রতিপাদকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর মহিলা অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।  মেহেরপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কাজী নাজিব হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। এসময় অনুষ্ঠানে বিভিন্ন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ সহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৫ জন মাকে মাঝে বিশেষ অবদান রাখাই পুরুস্কার বিতরন করা হয়।

এদিকে মেহেরপুর গাংনীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। এসময় অনুষ্ঠানে  বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। 

 সন্তানের শারীরিক ও মানিসক বিকাশসহ জীবনের সফলতা আসে মায়ের হাত ধরে। মায়ের ঋণ কখনো শোধ হবার নয়।  আমাদের সকলের উচিত পরম মমতায় মাকে আগলে রাখা।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক— শিক্ষার্থী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা — কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১ জন মাকে সম্মানিত করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ মে ২০২৪