Print Date & Time : 6 July 2025 Sunday 12:40 am

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপকের লাশ উদ্ধার

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বিসিকের সীমানা প্রাচীরের সাথে পুকুরের পাশে একটি আম গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।

পুলিশ জানায়, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী জানায় সীমানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। ঘটনা সবাইকে জানালে পরে পুলিশকে খবর দেয় বিসিক কর্তৃপক্ষ। পুলিশ লাশটি উদ্ধার করে।এসময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে।তবে কি কারণে তিনি মারা গেছেন তার কারণ জানা যায় নি।

মেহেরপুর বিসিক সূত্রে জানা যায়, শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।গত জুলাই মাসের ১১ তারিখে প্রমোশন পেয়ে মেহেরপুরে উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।শুক্রবার ছুটিতে তার বাড়ি যাওয়ার কথা ছিল।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ আগস্ট ২০২৩