Print Date & Time : 15 May 2025 Thursday 7:20 am

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর থেকে আঃ আলিম :মেহেরপুরের গাংনীর বামন্দীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে একটি করে চাদর  প্রদান করেন মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল বাশার ও আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথী মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং মুক্তিযোদ্ধাদের যে কোন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।

দৈনিক দেশতথ্য//এল//