Print Date & Time : 2 August 2025 Saturday 11:27 pm

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাংনী, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের বর্শিবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাজহারুল আনোয়ার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীনের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, 

বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিনকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলী, মিনহাজ উদ্দিন, আফজাল হোসেন, জালাল উদ্দিন, গুরুদাস হালদার, আজিজুল হক, মাসুদ আহমেদ, শুকুর আলী, আহাদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম উপস্থিত ছিলেন। পরে গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য: বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন গত সােমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন৷ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। ৫ সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দীন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ ফেব্রুয়ারি ২০২৪