স্পোর্টস প্রতিবেদক: মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ভলিবল টুর্ণামেন্টে গাংনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় গাংনী ২৫-১৩,২৫-১৭ সেটে চৌগাছা ভলিবল দলকে পরাজিত করে।
গতকাল মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মোট ৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২২ এর আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস ভলিবল টুর্ণামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হিসাবে (শ্রেষ্ঠ খেলোয়াড়) মনোনীত হয় গাংনী ভলিবল দলের সোয়েব আলী । খেলায় প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে গাংনী বাজারের মাসুদ খেলা ঘরের সৌজন্যে ক্রেষ্ট উপহার দেয়া হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ক্রীড়া অফিসের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংকার আক্তারুজ্জামান অল্ডাম,গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মােস্তাফিজুর রহমান বাবলু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, ছাত্রলীগ নেতা ইমরান হাবীব প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post