মেহেরপুরের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী শহরে এ জরিমান পরিচালনা করে। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক সজল আহমেদ জানান, আলু বিক্রেতাদের বিক্রয় রশিদ প্রদান না করায় মেসার্স সততা ভান্ডার স্বত্বাধিকারী শাহাদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করার অপরাধে গাংনী স্টুডেন্ট কর্নারের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে ১৫হাজার টাকা জরিমানা প্রদান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,গাংনী স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান সহ জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ নভেম্বর ২০২৩

Discussion about this post