Print Date & Time : 10 May 2025 Saturday 7:26 pm

মেহেরপুরে ভোক্তা অধিকারের দুটি প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুরের গাংনীতে দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে গাংনীর তেরাইল অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, তেরাইল বাজারে এলপিজি গ্যাসের ডিলার মেসার্স পরশ এন্টারপ্রাইজে নকল মোড়কীকরণের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে মেসার্স পরশ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বাদশাকে ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা ও গাংনীর নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে স্বত্বাধিকারী ফারুক হোসেনকে ২০০৯সালের ৪৫ ধারায় ৪৮ হাজার টাকা জরিমানা প্রদান করে।

এসময় জেলা বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ সেপ্টেম্বর ২০২৩