Print Date & Time : 16 September 2025 Tuesday 10:01 am

মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বীজ এবং সরকার প্রদত্ত প্রণোদনা বীজ উদ্ধার। ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরের দিকে মেহেরপুর বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় আল্লাহর দান বীজ ভান্ডার থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের বীজ উদ্ধার করার পাশাপাশি দোকানে থাকা সরকার প্রদত্ত প্রণোদনার বীজ (যেগুলো বিক্রয়ের জন্য নহে) উদ্ধার করা হয়। এ সময় আল্লাহর দান বীজ ভান্ডার স্বত্বাধিকার দয়ালরে রানা দোকানে উপস্থিত ছিলেন না। পরে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করার দায়ে ব্যবসায়ীর নিকট থেকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে এর আগে রব বীজ ভান্ডারে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ বীজ উদ্ধার করা হয়। এবং ৫১ ধারায় ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ বীজগুলো ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আমরা বাজার তদারকি করতে এসে দেখি আল্লাহর দান বীজ ভান্ডার থেকে প্রায় ২শ প্যাকেট মেয়াদোত্তীর্ণ বীজ উদ্ধার করি। মূলত কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই এ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম সদরউপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম সহ পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//