মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (২৮ মে) দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব।
জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব নুরুজ্জামান তালুকদার, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী ও এনএসআই এর উপ পরিচালক মোঃ ইমদাদুল হক।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার।
আর//দৈনিক দেশতথ্য//২৮ মে-২০২২//