Print Date & Time : 5 July 2025 Saturday 5:48 am

মেহেরপুরে মদসহ আটক ২

 মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশী মদ-সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে মেহেরপুরের কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে মহির উদ্দিন ও মাহফুজ নামের ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও মদ পাচারের সময় তাদের কাছে থাকা ইজিবাইকটি ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।

আটককৃত মহির উদ্দিন (৪০) মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের জাদুর ছেলে ও মাহফুজ (২১) একই এলাকার বাবর আলীর ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের এস আই মহাসিনের নেতৃত্বে একটি চৌকস দল  মাদক ব্যবসায়ীদের আটক করে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ ডিসেম্বর ২০২৩