Print Date & Time : 24 August 2025 Sunday 11:59 am

মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে মেহেরপুর জেলা।

মেহেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জেলা শহরের শহীদ ডঃ শামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. আব্দুস সালাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার নিবেদন করেন। এর পর পর্যায়ক্রমে পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, জেলার সকল সরকারি অফিসের প্রতিনিধি গণ শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে প্রভাত ফেরীতে মেহেরপুর জেলা বিচার বিভাগ, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণসহ দিনব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//